করোনায় শিক্ষাবঞ্চিত ৫০ কোটি শিশু: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০, ১:০৭ পূর্বাহ্ণ

বৈশ্বিক মহামারীর কারণে বিশ্বের প্রায় ৫০ কোটি শিশু প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে ইউনিসেফ। এই সময়ে জাতিসংঘের শিশু তহবিল, ইউনিসেফ বলেছে বিশ্বে স্কুলে পড়ছে এমন ছেলেমেয়েদের এক তৃতীয়াংশই অনলাইন শিক্ষায় অংশ গ্রহণে অপারগ।

সংস্থাটির গতকাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে যে প্রায় দেড়শ কোটি শিশু প্রত্যক্ষ শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে তাদের মধ্যে প্রায় ৪৬ কোটি ৩০ লক্ষ শিক্ষার্থীর কাছে টেলিভিশন, রেডিও কিংবা ইন্টারনেটের মাধ্যমে শিক্ষাগ্রহণের কোন সাজ সরঞ্জাম বা বৈদ্যুতিন সুবিধে নেই।

ইউনিসেফ বলেছে, সাহারা মরুভুমির দক্ষিণের আফ্রিকা অঞ্চলে ৪৯ শতাংশ শিশু যে কোন ধরণের অনলাইন শিক্ষা পদ্ধতি থেকে বঞ্চিত। এই সংখ্যা পশ্চিম ও মধ্য আফ্রিকায় ৪৮ শতাংশ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে ৪০ শতাংশ।

দক্ষিণ এশিয়া, পুর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল মিলিয়ে কুড়ি কোটি ছাত্রছাত্রী শ্রেণী কক্ষের বাইরে থেকে কোন রকম শিক্ষা গ্রহণে সমর্থ নয়।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...