সব
স্বদেশ বিদেশ ডট কম
লিবিয়ায় এক প্রবাসী বাংলাদেশিকে অপহরণের অভিযোগে আরেক প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, লিবিয়ার সাবরাতা শহর থেকে ২৫ আগস্ট রাতে অপহৃত হন চুয়াডাঙ্গার মো. ইমাদুল। তার অপহরণের বিষয়টি সাবরাতা শহরে বসবাসরত কয়েকজন বাংলাদেশি দূতাবাসকে জানালে নিয়োগকর্তার সঙ্গে পরামর্শ করে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করা হয়।
এদিকে, দেশে ইমাদুলের ছেলের ইমো নম্বরে ফোন করে তাকে নির্যাতনের ভিডিও দেখিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্র। এ ঘটনায় জড়িত সন্দেহে দিনাজপুরের আব্দুল খালক নামে আরেক প্রবাসীকে গ্রেপ্তার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে তিনি ইমাদুলের অপহরণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তার তথ্যের ভিত্তিতে পরে অপহরণকারী চক্রের মূলহোতাকে আটক এবং ইমাদুলকে উদ্ধার করা হয়। বর্তমানে ইমাদুলকে তার নিয়োগকর্তার তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন।
Developed by: Helpline : +88 01712 88 65 03