ভারতে করোনা সংক্রমণ আরও বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০, ২:৫০ অপরাহ্ণ

ভারতে করোনা সংক্রমণ আরও বেড়েছে। শুধু একদিনে সর্বোচ্চ ৭৭ হাজার ২৬৬ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। ফলে, সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৪ লাখ।

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৭ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬১ হাজার ৫২৯ জনের। এই মুহূর্তে এক্টিভ কেস রয়েছে ৭ লাখ ৪২ হাজার ২৩টি। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ২৫ লাখ ৮৩ হাজার ৯৪৮ জন।

পরিসংখ্যান অনুযায়ী দেশে মৃত্যু হার কমে হয়েছে ১.৮২ শতাংশ। সুস্থতার হার ৭৬.২৮ শতাংশ। শীর্ষ স্থানে থাকা মহারাষ্ট্রের আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৩ হাজার জন। করোনায় বলি হয়েছেন ২৩ হাজারের বেশি মানুষ। অন্যান্য রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ুতে ৪ লাখ ৩ হাজার, অন্ধ্রপ্রদেশে ৩ লাখ ৯০ হাজার, কর্নাটকে ৩ লাখ ৯ হাজার এবং উত্তরপ্রদেশে ২ লাখ ৮ হাজার মানুষের কোভিডের উপসর্গ পাওয়া গিয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...