আলবার্টার গভর্নর পদে নিযুক্ত প্রথম মুসলিম নারী

কানাডার ইতিহাসে প্রথম কোনো মুসলিম অভিবাসী লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হলেন । তিনি সালমা লাখানি, একজন কমিউনিটি আইনজীবী এবং ব্যবসায়ী।

১৯৭২ সালে উগান্ডা থেকে কানাডায় সপরিবারে চলে এসেছিলেন সালমা লাখানি। এরপর কানাডায় বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ীক কাজে নিজেকে নিযুক্ত করে ফেলেছিলেন। দীর্ঘদিন ধরে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ওকালতিও করেছেন তিনি।

লাখো শিক্ষার্থীর আর্থিক সহায়তায় করা কলেজটির ‘১০০০ নারী : লক্ষ সম্ভাবনার যাত্রা’ উদ্যোগের উপদেষ্টা কমিটিতে এখনও রয়েছেন তিনি। তিনি কানাডায় নতুন উদ্বাস্তুদের অধিকারে সোচ্চার ছিলেন। কাজ করেছেন নারীদের অধিকার, স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে।

আলবার্টার বর্তমান লেফটেন্যান্ট গভর্নর লইস মিশেলের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন সালমা। মিশেল ২০১৫ সালের জুন থকে দায়িত্ব পালন করে আসছিলেন। রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধি হিসেবে লেফটেন্যান্ট গভর্নর পদে নিয়োগ দিয়ে থাকেন কানাডার গভর্নর জেনারেল।

[১] [২] [৩]