কুয়েতে আকামার মেয়াদ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি

প্রবাস ডেস্ক,

  • প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০, ৯:৪৬ অপরাহ্ণ

মহামারি করোনাভাইরাসের কারণে বদলে গেছে পৃথিবী। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মানবিক হয়েছে কুয়েত সরকার। কুয়েতে থাকা প্রবাসীদের আকামার (কাজের অনুমতিপত্র) মেয়াদ ফের তিন মাস বাড়ানো হয়েছে। করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে এই নিয়ে চলতি বছরে তিন দফায় বাড়ানো হলো আকামার মেয়াদ।

বুধবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল টুইটের বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক আরব টাইমস ও আল কাবাস বিষয়টি নিশ্চিত করেছে।
এতে বলা হয়েছে, কুয়েতে যারা আছেন তাদের জন্য ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সব ধরনের ভিসা এবং ভিজিট ভিসার মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছেন উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল সালেহ।

একই সঙ্গে ৩০ নভেম্বরের আগে অনলাইনে কুয়েতের ছয় জেলার রেসিডেন্সি অ্যাফেয়ার্স ভিজিট করে এই সময়ের মধ্যে কর্মীদের ভিসা নবায়ন করতে মালিকদের অনুরোধ করা হয়েছে। যারা ভ্রমণ ভিসায় এসে চলমান পরিস্থিতিতে আটকা পড়ে গেছেন, তাদের ৩০ নভেম্বরের মধ্যে কুয়েত ত্যাগ করতে সংবাদে উল্লেখ করা হয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...