গুগলের ‘কর্ম জবস’ দেবে চাকরির সন্ধান

প্রযুক্তি ডেস্ক,

  • প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০, ৯:৪৯ অপরাহ্ণ

চাকরি খোঁজা সহজ করে দিতে ‘কর্ম জবস’ নামের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ এনেছে গুগল। অ্যাপটির মাধ্যমে চাকরির সন্ধান পেয়ে যাবেন চাকরি প্রার্থীরা। মূলত ভারতীয়দের চাকরি প্রার্থীদের চাকরির সন্ধান দিতে অ্যাপটি লঞ্চ করেছে গুগল।

গুগল জানায়, গুগল পে-এর মাধ্যমে চাকরি সন্ধানীদের জন্য বিভিন্ন সুযোগ হাতের কাছে আনা হয়েছে। এবার ‘কর্ম জবস’ অ্যাপেই ব্যবসা, বাণিজ্য ও ম্যানেজমেন্ট সংক্রান্ত চাকরির সন্ধান থাকবে।

গুগল রিজিওনাল ম্যানেজার ও ‘কর্ম জবস’-এর অপারেশনস লিড বিকি রাসেল জানান, অ্যাপটি ২০১৮ সালে প্রথম বাংলাদেশে চালু হয়। পরে কর্ম জবস ব্র্যান্ডের অধীনে ইন্দোনেশিয়ায় অ্যাপটি চালু হয়েছিল।

সংস্থাটির দাবি, ‘কর্ম জবস’ অ্যাপের মধ্যে প্রায় দুই মিলিয়নেরও বেশি ভেরিফাইড চাকরির সন্ধান রয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...