করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশ সফল: স্বাস্থ্যমন্ত্রী

করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশ সফল হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার নিজ নির্বাচনী এলাকা মানিকগঞ্জে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ করোনা সংকট মোকাবিলায় বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে। অথচ অনেকেই না জেনে, না বুঝে স্বাস্থ্য বিভাগের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন।

এ সময় সবাইকে মাস্ক ব্যবহার করার অনুরোধ জানিয়ে জাহিদ মালেক বলেন, মাস্ক পরলেই করোনার ঝুঁকি অনেকটাই কমে যায়।

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনায় আমেরিকা, ভারতসহ উন্নত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে, অর্থনীতিতে ধস নেমেছে। কিন্তু আমরা এখনও অনেকটা ভালো অবস্থানে আছি। আমরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) ৬ শতাংশ ধরে রাখতে সক্ষম হয়েছি। এটা সম্ভব হয়েছে সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে।

[১] [২] [৩]