সব
স্বদেশ বিদেশ ডট কম
সৃষ্টিকর্তার দেয়া নাক, কান, চোখ ইত্যাদি অঙ্গ আপনি কেটে নতুনত্ব দিবেন এমনটা কি কখনও ভেবেছেন ? হয়ত কখনও কল্পনাও করেনননি। কিন্তু পৃথিবীতে অনেক আজব সব ঘটনা ঘটে যা দেখে মাঝেমধ্যে আমাদের শিহরিত হতে হয়। তেমনি এক ঘটনা ঘটিয়েছে জার্মানির ৩৯ বয়সী এক ব্যাক্তি। যার নাম স্যান্ড্রো। ৬০০০ ইউরো বা বাংলাদেশী টাকা ৬ লক্ষ টাকারও বেশি খরচ করে নিজের কান কেটে নতুনত্ব দেয়ার চেষ্টা করেছে।
ট্যাটু আর প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজেকে ‘কিম্ভূত কিমাকার’ বানিয়ে আলোচনায় এসেছেন তিনি। গত বছর হঠাত্ই স্যান্ড্রোর মাথায় চেপেছিল, তাঁর মুখটাকে মানুষের মাথার খুলির মতো করে তুলতে হবে।
তাই ২০১৯ সালে তিনি দুই কান কেটে ফেলেছিলেন। এছাড়া তার কপাল এবং হাতের পেছনের রয়েছে ইমপ্লান্ট এবং মুখ-ও ট্যাটুতে ছাকা।
এবার ৩৯ বছরের স্যান্ড্রো ‘খুলি’ সদৃশ মুখ করে তোলার কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে নাকের ডগা কেটে ফেলবেন এবং চোখে উল্কি আঁকাবেন বলে পরিকল্পনা করেছেন!
জানা যায়, তাঁর এই উদ্ভট শারীরিক পরিবর্তনের আগ্রহ প্রথম জেগেছিল ২০০৭ সালে। সেই সময় তিনি টিভিতে এক ব্যক্তিকে দেখেছিলেন যার মাথায় কাটা ইমপ্লান্ট করা হয়েছিল। স্যান্ড্রো এখন প্রর্যন্ত শরীরের ১৭ টি পরিবর্তন করিয়েছেন। তিনি গত ১৩ বছর ধরে এই কর্মগুলো করে যাচ্ছেন।
সুত্র: ডেইলিমেইল
Developed by: Helpline : +88 01712 88 65 03