সব
স্বদেশ বিদেশ ডট কম
চীনের শানজি প্রদেশে একটি রেস্তোরাঁ ধসে অন্তত ২৯ জন নিহত ও ৭ জন গুরুতর আহত হয়েছেন। জন্মদিনের একটি পার্টি চলাকালীন শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ দূর্ঘটনা ঘটে বলে রয়টার্স জানিয়েছে।
উত্তরাঞ্চলীয় প্রদেশ শানজির জিয়াংফেন এলাকায় দুই তলা ওই ভবনটি থেকে ৫৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের অনেকেই আহত হয়েছেন।
রোববার চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচ থেকে ২৯টি মৃতদেহ ছাড়াও ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, এদের মধ্যে ৭ জন গুরুতর আহত হওয়া ছাড়াও ২১ জন সামান্য আঘাত পেয়েছেন।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিজিটিএন জানিয়েছে, রবিবার সকালের দিকে উদ্ধার কাজে ইতি টানা হয়েছে। তবে ভবন ধসের কারণ এখনো জানা যায়নি। কেন্দ্রীয় সরকার থেকে স্থানীয় সরকার ঘটনাটি তদন্ত করে দেখবে।
Developed by: Helpline : +88 01712 88 65 03