সব
প্রযুক্তি ডেস্ক,
সম্প্রতি অ্যামাজন থেকে বাজারে এসেছে উদ্ভাবিত যন্ত্র ‘হ্যালো’ ব্যান্ড। আপনার কণ্ঠস্বর শুনে বলে দেবে আপনি কতটা খুশি আছেন। স্বপ্ন নয় একেবারে সত্যি। আর্টিফিশিয়াল ইন্টালিডেন্স-সহ এমনই ব্যান্ড নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
আপনার শারীরিক ও মানসিক, দুই স্বাস্থ্য সম্পর্কেই আপনাকে ওয়াকিবহাল রাখবে হ্যালো। আপনার আওয়াজ শুনেই সে বলে দেবে আপনি কতটা খুশি। ৬ মাসের মেম্বারশিপ-সহ এখন ব্যান্ডটি আমেরিকায় মিলছে ৫ হাজার ৭৯০ টাকায়। কিন্তু সীমিত সময়ের পরেই ব্যান্ডটির দাম হবে ৭ হাজার ৩৫০ টাকা। তার সঙ্গে প্রতি মাসে মেম্বারশিপ বাবদ দিতে হবে ২৯৫ টাকা।
শরীরে ফ্যাটের মাপ-সহ কতক্ষণ হাঁটছেন, কতক্ষণ দৌড়াচ্ছেন সব বলে দিতে পারে এই ব্যান্ড। তবে অত্যাধুনিক এই কণ্ঠস্বরের বিষয়টি। আপনার কণ্ঠস্বর অনুযায়ী আপনি কখন দুঃখী, কখনইবা খুশি। সব থাকবে ব্যান্ডের নাগালে। তবে গ্রাহকরা তাদের ইচ্ছেমতো মাইকটিকে সক্রিয় ও নিষ্ক্রিয়ও করতে পারবেন।
Developed by: Helpline : +88 01712 88 65 03