যানজট থেকে বাঁচাতে বাজারে আসছে উড়ন্ত গাড়ি

বিশ্বে যানজট আমাদের জীবনমানের উন্নতিতে বাধা সৃষ্টি করছে। অসহনীয় যানজটের কারণে একজন মানুষের প্রতিদিনের কর্মঘণ্টার মধ্যে প্রায় অর্ধেক সময় রাস্তায় কাটাতে হয়। এসব সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহারও বেড়েছে। যানজট থেকে বাঁচাতে এ মুহূর্তে উড়ন্ত গাড়ি বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। জাপানের সংস্থা স্কাইড্রাইভ ইঙ্ক এই উড়ন্ত গাড়িটি তৈরি করেছে৷

বর্তমানে রাস্তায় যানজটে ফেঁসে গেলে, অনেক সময়ই মনে হয়, উড়ে চলে যেতে পারলে দিব্য হত! সম্প্রতি সেই স্বপ্ন এ বার বাস্তব হচ্ছে৷ জাপানে উড়ন্ত গাড়ির টেস্টে অভূত সাফল্য মিলল৷ একটি যাত্রী নিয়ে গাড়িটি রাস্তা দিয়ে চলতে চলতে হঠাত্‍ টেক-অফ করল৷

স্কাইড্রাইভের প্রধান তোমোহিরো ফুকুজাওয়ার বলেন, ‘সব কিছু ঠিক থাকলে ২০২৩ সালেই উড়ন্ত গাড়ি চলে আসবে বাজারে৷ সুরক্ষার বিষয়টি আরও দেখতে হবে৷’

জাপানের সংস্থা স্কাইড্রাইভ ইঙ্ক এই উড়ন্ত গাড়িটি তৈরি করেছে৷ কিছুদিন আগে সেই গাড়ির টেস্ট ড্রাইভ ছিল৷ মোটরসাইকেলের মতো দেখতে ওই গাড়ি ১ থেকে ২ মিটার পর্যন্ত উড়ল৷ ৪ মিনিট মতো আকাশে ওড়ানো হল৷

স্কাইড্রাইভের প্রধান তোমোহিরো ফুকুজাওয়ার কথায়, ‘সব কিছু ঠিক থাকলে ২০২৩ সালেই উড়ন্ত গাড়ি চলে আসবে বাজারে৷ সুরক্ষার বিষয়টি আরও দেখতে হবে৷’

তিনি জানান, গোটা বিশ্বে ১০০টির বেশি ফ্লাইং কার প্রজেক্ট চলছে৷ যাত্রী নিয়ে উড়তে সক্ষম হয়েছে হাতেগোনা কয়েকটি গাড়ি৷ আমার আশা বহু মানুষ এই গাড়ি পছন্দ করবেন৷

ফুকুজাওয়ার বক্তব্য, এই গাড়িতে এখন যে মেশিন ব্যবহার করা হচ্ছে, তাতে ৫ থেকে ১০ মিনিট ওড়ানো যাবে৷ একে বাড়িয়ে ৩০ মিনিট করতে হবে৷ তবে আরও কার্যকরী হবে৷ এটি অটোমেটিক ভাবেই উড়বে৷ এর জন্য বিশেষ পাইলটের ঝক্কি নেই৷

[১] [২] [৩]