সব
প্রবাস ডেস্ক,
মহামারি করোনাভাইরাসের কারণে সৌদি আরবের রিয়াদে আটকাপড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামীকাল সোমবার একটি ফ্লাইটে কিছু বাংলাদেশি নাগরিককে দেশে ফেরাবে বিমান সংস্থাটি।
রবিবার এক বার্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, করোনাভাইরাসের কারণে ফ্লাইট বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারছেন না অনেক প্রবাসী বাংলাদেশি। তাদের দেশে ফেরার সুবিধার্থে রিয়াদে এ ফ্লাইট পরিচালনা করছে বিমান।
এক্ষেত্রে যাত্রীদের অবশ্যই বাংলাদেশ ও সৌদি সরকারের স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করতে হবে বলে বার্তায় জানায় বিমান।
ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্য বিমান www.biman-airlines.com এই ওয়েবসাইট পাওয়া যাবে। করোনা ইস্যুতে গত মার্চ থেকে সৌদি আরবের সঙ্গে বিমানের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রয়েছে।
Developed by:
Helpline : +88 01712 88 65 03