প্রণব মুখোপাধ্যায় একজন অসাধারণ পণ্ডিত: মোদী

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যাকে একজন অসাধারণ পণ্ডিত এবং মহান রাষ্ট্রনায়ক বলে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রণবের মৃত্যুর খবর প্রকাশের পর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদী টুইটে বলেন, ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে দেশ আজ শোকগ্রস্ত। পুরো জাতি তার অভাব গভীরভাবে অনুভব করবে।

মোদী বলেন, তিনি আমাদের জাতীয় উন্নয়নের পথে স্থায়ী ছাপ রেখে গেছেন। তিনি একজন অসাধারণ পণ্ডিত, মহান রাষ্ট্রনায়ক। তিনি দলমত নির্বিশেষে এবং সমাজের সব স্তরের মানুষের কাছে প্রশংসিত ছিলেন।

প্রণবকে স্মরণ করা টুইটে শপথ অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করে মোদী লেখেন, তার সঙ্গে যেটুকু সময় কাটানোর সুযোগ আমি পেয়েছি তা আমার কাছে অমূল্য স্মৃতি হয়ে থাকবে। তার পরিবার, বন্ধুবান্ধব এবং দেশজুড়ে ভক্ত ও সমর্থকদের জন্য সমবেদনা। ওম শান্তি।

এক টুইটে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি ভবনকে শিক্ষা, আবিষ্কার, সাংস্কৃতি, বিজ্ঞান ও সাহিত্য চর্চার কেন্দ্রে পরিণত করেছিলেন বলেও বর্ণনা করেন মোদী। তিনি বলেন, গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয়ে তার বিজ্ঞ পরামর্শ আমি কখনও ভুলব না।

[১] [২] [৩]