সব
স্বদেশ বিদেশ ডট কম
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, রাজধানীর সব জায়গা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়।
গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ত্রিপোলির প্রধান সংযোগ স্থলে মোটরসাইকেলে রাখা বোমার বিস্ফোরণ ঘটেছে। তবে এখন পর্যন্ত কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি।
এক প্রত্যক্ষদর্শী জানান, আজ সকাল সাড়ে ৭টার দিতে আমি মোটরসাইকেল চালিয়ে কাজে যাচ্ছিলাম। এ সময় সামনে ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এরপর আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি দেখি।
এ সময় দেখি বেশিরভাগ যানবাহন ভয়ে উল্টো দিক দিয়ে পালাচ্ছে। আমি নিশ্চিত এটা একটি আক্রমণ। লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতার ও তার অনুগত গেরিলারা গত সপ্তাহে ত্রিপোলিভিত্তিক সরকারের ঘোষিত যুদ্ধবিরতিকে প্রত্যাখ্যানের পর এই বিস্ফোরণের ঘটনা ঘটল।
লিবিয়ার সরকার গত সপ্তাহে ঘোষণা দিয়েছিল, প্রধানমন্ত্রী ফাইয়াজ আল-সারাজ সামরিক বাহিনীর সব শাখাকে জরুরিভিত্তিতে যুদ্ধবিরতি পালনের নির্দেশনা দিয়েছেন এবং লিবিয়ার মাটিতে সব রকমের অভিযান বন্ধ করতে বলেছেন।
Developed by: Helpline : +88 01712 88 65 03