সব
স্বদেশ বিদেশ ডট কম
কক্সবাজারের টেকনাফে নাফ নদী এলাকা থেকে ৪ লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনমানিক মূল্য প্রায় ১৩ কোটি টাকা।
বুধবার রাত পৌনে ৮টার দিকে ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান জানান, টেকনাফের আইয়ুবের জোড়া স্থানে নাফ নদী এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকবে, এমন গোপন খবরে অভিযান চালায় বিজিবির দমদমিয়া বিওপির বিশেষ টহলদল।
পরে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাঁচটি বস্তা ফেলে রেখে পালিয়ে যায়। এরপর ওই বস্তাগুলোতে ৪ লাখ ২৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে আটক করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে তিনি জানান। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য ১২ কোটি ৭২ লাখ টাকা টাকা।
পরবর্তীতে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলেও জানান তিনি।
Developed by: Helpline : +88 01712 88 65 03