সব
স্বদেশ বিদেশ ডট কম
দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের মাথায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের উপপরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম। তিনি জানান, ইউএনও ওয়াহিদার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে অবজারভেশনে রাখা হয়েছে। আগের চেয়ে অবস্থা কিছুটা উন্নতি বলা যায়, তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন।
নিউরোসায়েন্স হাসপাতালে রাত নটার দিকে অস্ত্রোপচার শুরু হয়। দু’ঘণ্টার এই অস্ত্রোপচারে ২০ সদস্যের মেডিক্যাল টিমের নেতৃত্ব দেন ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. রাজিউল হক।
অধ্যাপক ডা. রাজিউল হক জানান, অস্ত্রোপচার সফল হয়েছে। ইউএনওর মাথার একটি হাড় মস্তিস্কে ঢুকে গিয়েছিলো। সেটি অপসারণ করা সম্ভব হয়েছে।
Developed by: Helpline : +88 01712 88 65 03