সব
স্বদেশ বিদেশ ডট কম
একাধিক ব্যবসা সফল ছবির নায়িকা মৃদুলা আহমেদ রেসি। বিশেষ করে ডিপজলের সঙ্গে জুটি বেঁধে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন এই নায়িকা। বর্তমানে রেসি কোনো সিনেমায় কাজ করছেন না। নিজেকে বন্দি রেখেছেন স্বামী, সন্তান ও সংসার এই তিন ‘স’-তে।পাশাপাশি ২০১৮ সালে থেকে রেসি যুক্ত হয়েছেন বিউটি পার্লার ব্যবসা সঙ্গে। এবার এই নায়িকা ছেলেদের জন্য একটি সেলুন খুলেছেন। নাম ‘দ্য বারবার স্টেশন-মি.কাটস’।
রেসি বলেন, ‘আমার একটা মেয়েদের বিউটি পার্লার আছে। সেখানে ছেলেরা প্রায়ই ফোন দেয়। তাদের অনুরোধ, তাদের জন্য একটা সেলুন করার। ভেবে দেখলাম ব্যাপারটা মন্দ না। তাই ছেলেদের জন্য সেলুন খুলেছি। তিনি আরও বলেন, ‘গত রোববার বনশ্রী এলাকাতেই সেলুনটির উদ্বোধন করা হয়। এতে বাচ্চাদের জন্যও আছে মনোরম পরিবেশ। আশা করছি, ব্যাপক সাড়া পাবো।
জানা গেছে, গত রোবাবার সন্ধ্যায় ‘দ্য বারবার স্টেশন- মি. কাটস’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী নিপুণসহ অনেকেই। রেসির এই সেলুনে কাজ করছেন ঢাকার অভিজাত হোটেলের হেয়ার স্পেশালিস্টরা।
Developed by: Helpline : +88 01712 88 65 03