করোনায় মৃত্যুর ঝুঁকি বাড়ে অতিরিক্ত ওজনে 

অতিরিক্ত ওজনের ব্যক্তিরা করোনায় আক্রান্ত হলে তাদের মৃত্যুঝুঁকি ৪৬ শতাংশ বাড়ে। এমন তথ্য জানিয়েছে নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের (ইউএনসি) গবেষক দল। সেইসঙ্গে তাদের রোগ প্রতিরোধী টিকার প্রভাব দুর্বল হয়ে পড়ে।

সম্প্রতি জার্নাল ওবিসিটি রিভ্যিউস- এ গবেষণার ফলাফল সম্পর্কিত একটি নিবন্ধ প্রকাশিত হয়। এর প্রধান গবেষক একে ‘অত্যন্ত ভীতিকর’ ফলাফল বলে মন্তব্য করেছেন।

গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৪ লাখ করোনা আক্রান্ত রোগীর ওপর পরিচালিত ৭৫টি গবেষণার তথ্য বিশ্লেষণ করে এ সিদ্ধান্তে উপনীত হয় ইউএনসি।

ইউএনসি গবেষক দল বলছে, অতিরিক্ত ওজনের ব্যক্তিরা কোভিড-১৯ এ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার মতো অবস্থার ঝুঁকি বাড়ে ১১৩ শতাংশ। এ ছাড়া, নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার হার বাড়ে ৭৪ শতাংশ।

[১] [২] [৩]