সিলেটে ভারতীয় পাতার বিড়ির বড় চালান উদ্ধার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২০, ৫:৫৯ অপরাহ্ণ

সিলেটের জৈন্তাপুর থেকে ভারতীয় পাতার বিড়ির বড় চালান উদ্ধার করেছে র‌্যাব-৯। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় জৈন্তাপুরের মানিকপাড়া এলাকা অভিযান চালিয়ে পাতার বিড়ির চালান উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাইন জানান, র‌্যাব-৯ এর উপঅধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি নাহিদ হাসান এবং মিডিয়া অফিসার এএসপি ওবাইন এর সমন্বয়ে গঠিত সদর কোম্পানি (সিলেট ক্যাম্পের) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ লক্ষ ৫১ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি জব্ধ করেন। তবে চোরাচালানকারবারী কাউকে গ্রেপ্তার করতে পারেনি র‌্যাব।

জব্দকৃত মালামাল জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে জানান তিনি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh