মসজিদে বিস্ফোরণ : ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা করে দিতে নির্দেশ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২০, ২:২১ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবার ও দগ্ধদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রিটটির ওপর প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। গতকাল বিষয়টির ওপর শুনানি শেষে আজ আদেশের জন্য ধার্য ছিল। তিতাস গ্যাস কর্তৃপক্ষকে এ টাকা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

সাতদিনের মধ্যে এ টাকা পরিশোধ করতে হবে। নারায়ণগঞ্জের জেলা হতাহতের পরিবারের কাছে এ টাকা বিস্ফোরণে দগ্ধ ও নিহতদের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে সংশ্লিষ্টদের কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, নারায়ণগঞ্জের মেয়র, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), রাজউক, ডিপিডিসি, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার (এসপি), মসজিদ কমিটিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে হবে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তৈমুর আলম খন্দকার। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল নূর উস সাদিক। নারায়ণগঞ্জের বাসিন্দা ও সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার সোমবার জনস্বার্থে হাইকোর্টে রিটটি দায়ের করেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...