সব
স্বদেশ বিদেশ ডট কম
ইউরোপের শান্তিপ্রিয় দেশ সুইডেনে দ্রুত ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। যার ফলশ্রুতিতে জুনিয়র ক্রিকেট এবং হাই-পারফর্ম্যান্স ক্রিকেটে বড় ধরনের বিনিয়োগ করার পরিকল্পনা করছে সুইডিশ ক্রিকেট ফেডারেশন। এরই পরিপ্রেক্ষিতে সুইডেন জাতীয় ক্রিকেট দলের কোচ হয়েছেন জন্টি রোডস। বৃহস্পতিবার এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছে সুইডিশ ক্রিকেট ফেডারেশন।
সুইডিশ ক্রিকেট ফেডারেশন তাদের বিবৃতিতে জানায়, ‘ক্রিকেট সুইডেনের দ্বিতীয় ক্রমবর্ধমান খেলা যেখানে গত দুই বছরে ৩০০ শতাংশ অংশগ্রহণ বেড়েছে।’
সুইডেন জাতীয় দলের দায়িত্ব নেওয়ার প্রসঙ্গে জন্টি রোডস সুইডিশ ক্রিকেট ওয়েবসাইটে বলেন, ‘আমি আমার পরিবারের সঙ্গে সুইডেনে স্থানান্তরিত হয়ে সুইডিশ ক্রিকেটে কাজ করতে পারার প্রসঙ্গে সত্যিই উচ্ছ্বসিত। এই সুযোগটি উপযুক্ত সময়ে এসেছে এবং সম্পূর্ণ নতুন পরিবেশে আমি আমার সামর্থ্য অনুযায়ী কাজ করে যাব। কাজ শুরুর জন্য আমার তর সইছে না। ’
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া আইপিএলের নতুন সংস্করণে কিংস ইলেভেন পাঞ্জাবের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছেন রোডস। সুইডিশদের দায়িত্ব নিতে তিনি নভেম্বরে স্টকহোমে যাবেন।
Developed by: Helpline : +88 01712 88 65 03