সব
স্বদেশ বিদেশ ডট কম
চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারির শুরুতে করোনার ভ্যাকসিন বাজারে আনবে বলে জানিয়েছেন গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ডা. আসিফ মাহমুদ।
গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়ে বলেন, আমাদের অ্যানিমেল ট্রায়ালে যে আশা করছিলাম, সে রকমই পাচ্ছি। চলতি মাসের মধ্যেই হিউম্যান ট্রায়ালের জন্য আবেদন করব।
ডা. আসিফ মাহমুদ বলেন, ‘চলতি মাসের মধ্যে আমরা হিউম্যান ট্রায়ালের জন্য আবেদন করবো। এরপর বিএমআরসি (বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল) কত দ্রুত আমাদের অ্যাপ্রুভাল দেবে, আমাদের প্রটোকল অনুযায়ী সবকিছু যদি হয়, তাহলে বলতে পারি চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারির শুরুতে আমরা ভ্যাকসিন বাজারে আনতে পারবো। সবকিছু যদি ঠিকঠাক হয় তাহলে সেটাই আমাদের পরিকল্পনা রয়েছে। তবে পুরোটা আমাদের হাতে নেই, বিএমআরসি, সরকারসহ অনেক বিষয় জড়িত।’
এ বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. হারুন উর রশীদ বলেন, ‘আমরা হিউম্যান ট্রায়ালে যাচ্ছি আগামী ২০ সেপ্টেম্বরের ভেতরে।’ অ্যানিম্যাল ট্রায়াল সফল হয়েছে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘শতভাগ সফল।’
Developed by: Helpline : +88 01712 88 65 03