পাবনায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে আটক যুবক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০, ১১:১৫ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশের অভিযোগে শাহাদৎ হোসেন (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী বাজার থেকে তাকে আটক করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করায় পুলিশ বাদী হয়ে শাহাদৎ হোসেনের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে।

জানা গেছে, শাহাদৎ হোসেন কুয়াবাসী গ্রামের সোহরাব আলীর ছেলে। সে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে নিজের ফেসবুক ওয়ালে প্রকাশ করে। বিষয়টি নজরে আসার পর থানা পুলিশকে জানায় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে কুয়াবাসী বাজার থেকে গতকাল বৃহস্পতিবার রাতে শাহাদৎকে আটক করা হয়।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শাহাদৎ হোসেন মাননীয় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করায় প্রথমে তাকে আটক করা হয়। পরে বিষয়টি সত্যতা নিশ্চিত হয়ে থানায় মামলা দায়েরের পর শুক্রবার গ্রেপ্তারকৃত ওই যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...