বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ এহসান হ্যালিফ্যাক্সের নির্বাচনে প্রার্থী হয়েছেন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০, ১২:০৪ অপরাহ্ণ

নোভাস্কশিয়ার রাজধানী হ্যালিফ্যাক্সের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ এহসান। ডিস্ট্রিক্ট টেন কাউন্সিলর হিসেবে ভোট পেতে ভোটারদের বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছেন এই প্রার্থী। আয়োজন করছেন নানা ধরনের সভার।

আগামী ১৭ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে ৬ থেকে ১৪ অক্টোবর হবে ই-ভোটিং। হ্যালিফ্যাক্সের মোট ১৬টি ডিস্ট্রিক্টে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

মিট ইউর ক্যান্ডিডেট:

বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী মোহাম্মদ এহসান আগামী শনিবার বিকেল চারটা হতে পাঁচটা পর্যন্ত মুখোমুখি হচ্ছেন তার নির্বাচনী এলাকার ভোটারদের। হালিফ্যাক্সের ফেয়ারভিউ এলাকার ইথিওপিয়ান ক্যাফেতে আয়োজিত বিশেষ সভায় হ্যালিফ্যাক্স এর ডিস্ট্রিক্ট টেন এর ভোটারসহ স্থানীয় সকলকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এই অনুষ্ঠানের প্রধান আলোচক থাকবেন হালিফ্যাক্সের কাউন্সিলার পদপ্রার্থী মোহাম্মদ এহসান। ভোটাররা মোহাম্মদ এহসানকে তার আগামীর পরিকল্পনা, নির্বাচনী প্লাটফর্ম ও হ্যালিফ্যাক্স ডিস্ট্রিক টেন এর সমস্যা ও সম্ভাবনার বিষয়ে যে কোনো মতামত ও প্রশ্ন উত্থাপন করতে পারবেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...