মালয়েশিয়া ইমিগ্রেশন পাঁচ বাংলাদেশিকে খুঁজছে!

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০, ৮:৩৩ অপরাহ্ণ

মালয়েশিয়ায় অভিবাসন আইন ভঙ্গের দায়ে পাঁচ বাংলাদেশিসহ ৬ জনের বিষয়ে তথ্য দেওয়ার আহŸান জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এর মধ্যে এক মালয়েশিয়ান নগরিকও রয়েছেন।

এ ৬ জনকে খুঁজতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এদের ছবি প্রকাশ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়াও মালয়েশিয়ার ইমিগ্রেশনের অফিসিয়াল পেজে সাধারণ জনগণের সহোযোগিতা চেয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিভাগ।

পাঁচ বাংলাদেশি হলেন, আরিফুল হক সায়েম (৩১) সোহেল শেখ (৩৮), সুমাইয়া আকতার কনিকা (৩১), মোহাম্মদ লোকমান (২৭), মোহাম্মদ রাসেল হোসেন (২৪)।

মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর আওতায় মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনের অধীনে বেশ কয়েকটি মামলার বিচারের উদ্দেশ্যে এদের তথ্য সন্ধান দিতে জনসাধারণের কাছে সহায়তা চেয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখিত ব্যক্তিদের অবস্থান সম্পর্কে কোনও তথ্য জানা থাকলে অভিবাসন কর্তৃপক্ষকে অফিস চলাকালে ফোন দিয়ে জানাতে বিবৃতিতে বলা হয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...