আজ থেকে শুরু একাদশে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী একাদশ শ্রেনীতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আজ (১৩ সেপ্টেম্বর)। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ ভর্তি কার্যক্রম। এরইমধ্যে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে সরকার। যাতে বলা হয়েছে, উপজেলা এলাকার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে একাদশ শ্রেনীতে শিক্ষার্থী ভর্তিতে সেশন ও ভর্তি ফিসহ সাকুল্যে এক হাজার টাকা।

জেলা সদর এলাকায় দুই হাজার টাকা এবং ঢাকা মহানগর ছাড়া অন্যান্য মেট্রপলিটন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান গুলো তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকা মেট্রপলিটন এলাকার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ভর্তি সেশন ও ভর্তি ফিসহ সাকুল্যে পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

[১] [২] [৩]