সব
স্বদেশ বিদেশ ডট কম
শ্রীলংকায় সফরে বাংলাদেশ ক্রিকেট দলকে বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। শুধু তাই নয়, ৩০ জনের বেশি ক্রিকেটার সফরে নিতে পারবে না। এমন নির্দেশনাই দিয়েছে লংকান ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চেয়েছিল সফরে গিয়ে সাত দিন কোয়ারেন্টিনে থাকতে। কিন্তু লংকান ক্রিকেট বোর্ড তাতে রাজি নয়। তারা করোনার এই কঠিন সময়ে স্বাস্থ্য সুরক্ষায় কোনো ছাড় দিতে চায় না।
শনিবার বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছিলেন, শ্রীলংকা ক্রিকেট বোর্ডের ভাষ্যমতে- আমাদের সর্বোচ্চ সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হতে পারে। সেভাবেই আলোচনা চলছে। আমরা যদি কোয়ারেন্টিন সাত দিন করতে পারি, তবে আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারব।
বাংলাদেশ জাতীয় দল যখন টেস্ট সিরিজ খেলতে লংকা সফর করবে কাকতালীয়ভাবে একই সময়ে হাই-পারফরমেন্স দলেরও শ্রীলঙ্কা এইচপি দলের বিপক্ষে সিরিজ রয়েছে।
যেহেতু শ্রীলংকা বোর্ড প্রস্তুতি ম্যাচের জন্য কোনো দলকে দিতে পারছে না, তাই বাংলাদেশের এইচপি দলের সাথে অনুশীলন ম্যাচ খেলার পরিকল্পনা করেছে জাতীয় দল।
Developed by: Helpline : +88 01712 88 65 03