সিলেট বিভাগে আরো ৯৩ জনের করোনা শনাক্ত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২০, ১১:১১ অপরাহ্ণ

সিলেট বিভাগে নতুন আরো ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার রাতে সিলেটের দুটি ল্যাবে থেকে তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৬২জনের করোনা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেন শাবির জিইবি বিভাগের প্রভাষক জি.এম. নূরনবী আজাদ জুয়েল।

তিনি জানান, রোববার শাবির ল্যাবে ২৩২ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৬২ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ জেলার ৩২, সিলেটের ১৭ ও হবিগঞ্জের ১৩ জন রয়েছেন।

এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি জানান, ওসমানীর ল্যাবে ২৮৬টি নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৭জন, সুনামগঞ্জের ২জন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ১জন করে বাসিন্দা রয়েছেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...