যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বসবাসরত প্রবীণ বাংলাদেশি দম্পতির দাফন সম্পন্ন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৯ পূর্বাহ্ণ

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বসবাসরত প্রবীণ বাংলাদেশি আবুল হাশেম সরদার এবং তার স্ত্রী রাজিয়া বেগমের দাফন সম্পন্ন হয়েছে। অঙ্গরাজ্যটির আততাকোয়া মসজিদ পরিচালিত নিউটন কাউন্টির মুসলিম গোরস্থানে তাদের দাফন করা হয়।

জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আবুল হাশেম সরদার। আগের সপ্তাহে তিনি ও তার স্ত্রী রাজিয়া বেগম হাসপাতালে ভর্তি হন। রাজিয়া বেগমও মারা যান ১০ সেপ্টেম্বর।

মরহুম দম্পতি বাস করতেন পুত্র-জামাতা শের মোহাম্মদ মানিকের বাসায়। করোনায় আক্রান্ত হয়েছেন মানিকের স্ত্রী রউশন আরা রোজ, বড় ছেলে সবুজ ও সবুজের স্ত্রী ফারজানাও। মানিক নিজেও নিশ্চিত হতে করোনা টেস্ট করে রেজাল্টের অপেক্ষা করছেন। ফলে ওই বাড়ির সবাই বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। কেবলমাত্র ছোট ছেলে ১৪ বছর বয়সী সিয়াম এখনও করোনামুক্ত।

এদিকে, করোনা সংক্রমণের হার নিউইয়র্ক, নিউজার্সি, মিশিগান, কানেকটিকাট, পেনসিলভানিয়া, ম্যাসেচুসেট্স অঙ্গরাজ্যে সন্তোষজনকভাবে হ্রাস পাওয়ায় প্রবাসীরা কিছুটা স্বস্তিতে দিনাতিপাত করছেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...