সব
স্বদেশ বিদেশ ডট কম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে ১৫ লাখ টাকা অনুদান দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের কাছে চেক হস্তান্তর করেন পূবালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক এরশাদুল হক।
এসময় পূবালী ব্যাংকের অনুদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তাদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান উপাচার্য।
অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সামগ্রিকভাবে সারাদেশে সুশাসন, শিক্ষা, গবেষণা ও উন্নয়নের মাপকাঠিতে দেশ সেরা আমাদের এ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গবেষণার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পগুলো এগিয়ে নিতে পূবালী ব্যাংকের এ অনুদান অতীতের মতো কার্যকরী ভূমিকা রাখবে।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যায়ের প্রতিটি গবেষণা টার্ন-ইট-ইন সফটওয়্যার দ্বারা পরীক্ষিত। এখানে প্লেজারিজম হওয়ার কোনো সুযোগ নেই। এছাড়া ২০২০-২১ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে ৪ কোটি ২০ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার ও পূবালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক এরশাদুল হক।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক লিমিটেড সিলেটের আঞ্চলিক শাখার উপ-মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান খান, উপ-মহাব্যবস্থাপক জিয়াউল হক চৌধুরী, পূবালী ব্যাংক লিমিটেড শিবগঞ্জ শাখার মহাব্যবস্থাপক এসএম মহিদুল ইসলাম, সিনিয়র অফিসার রাজু আহমেদ প্রমুখ।
Developed by: Helpline : +88 01712 88 65 03