সব
স্বদেশ বিদেশ ডট কম
মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা স্টেশনের কাছে তেলবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটে।
সিলেট রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ৯৫২ নম্বর চট্টগ্রাম অভিমুখী তেলবাহী খালি ট্রেনটি সিলেটের মাইজগাঁও পার হয়ে ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে একটি খালি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়।
তেলবাহী এ ট্রেনটি সিলেটে জ্বালানি তেল দিয়ে খালি ওয়াগন নিয়ে চট্টগ্রাম ফিরছিল। দুর্ঘটনায় ট্রেনের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
এ ব্যাপারে সিলেট রেলস্টেশন ম্যানেজার খলিলুর রহমান বলেন, সিলেটের মাইজগাঁও পার হয়ে মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে তেলবাহী ট্রেনের একটি খালি ওয়াগন হঠাৎ লাইনচ্যুত হয়।
তিনি আরো বলেন, রেললাইন স্বাভাবিক করতে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এটি পৌঁছে লাইনচ্যুত ট্রেন অপসারণ করে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করে দিলেই যোগাযোগ স্বাভাবিক হবে।
Developed by: Helpline : +88 01712 88 65 03