পূর্ব ঘোষণা ছাড়াই পেঁয়াজ রফতানি বন্ধ করলো ভারত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১২:১২ অপরাহ্ণ

পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করেই পেয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত। এতে চরম বিপাকে পড়েছেন আমদানিকারকরা। তারা বলছেন, এলসি খোলার পরও পণ্য না পাওয়ার বিষয়টি দুর্ভাগ্যজনক।

বাজারে সংকট দেখা দিতে পারে পেঁয়াজের। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশা করছে বাংলাদেশের বন্দর কর্তৃপক্ষ।

সোমবার ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, সব ধরনের পেঁয়াজ রফতানি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। এক্ষেত্রে ট্রানজিশনাল এগ্রিমেন্ট প্রযোজ্য নয় বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গেল বছরও পেঁয়াজ রফতানি বন্ধ করেছিল ভারত। এতে দেশের বাজারে পণ্যটির দাম কেজি প্রতি বেড়ে দাঁড়ায় প্রায় তিন’শ টাকা।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...