সিলেট নগরীর ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ৭:৫৩ অপরাহ্ণ

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালান সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ ও সিলেট জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল মাসুদ।

অভিযানে নগরীর মেডিকেল রোড, আম্বরখানা এবং কালীঘাটে মোট ৫টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মেয়াদহীন ওষুধ এবং অনুমোদনহীন স্যালাইন বিক্রি করায় মিনতি মেডিকেল ফার্মেসিকে ৫ হাজার টাকা, মেয়াদহীন দই রাখায় ও মূল্যতালিকা প্রদর্শন না করায় জেস্ট ডিসকাউন্ট শপকে ১০ হাজার টাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় কামনা স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়া অভিযান পরিচালনাকালে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় ও ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করার জন্য বলা হয়। অভিযানে সহায়তা করেন এপিবিএন’র একটি দল।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh