গ্রিসের এথেন্সে নবীগঞ্জের দুই যুবককে গুলি করে হত্যা

গ্রিসের রাজধানী এথেন্সের আসপোগিরগো এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুই বাংলাদেশী খুন হয়েছেন। দু’জনই নবীগঞ্জ উপজেলার বাসিন্দা। সেখানকার একটি কন্টেইনার কোম্পানিতে কর্মরত ছিলেন তারা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে গুলিবিদ্ধ মরদেহগুলো উদ্ধার করে গ্রীস পুলিশ। এ তথ্য জানিয়েছেন গ্রীস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যুগ্ম সগাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন। নিহতদের একজনের নাম আব্দুল মমিন (৪০)। তিনি নবীগঞ্জ উপজেলার কামড়াখাই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আরেকজন একই গ্রামের নূর হোসেনের ছেলে শাহীন মিয়া (২৫)।

মোতাব্বির হোসেন জানান, দীর্ঘদিন ধরে আসপোগিরগো এলাকায় একটি কন্টেইনার কোম্পানিতে পাহাড়াদার হিসেবে কর্মরত ছিলেন আব্দুল মমিন। সম্প্রতি মমিনের সেখানে কাজে যোগ দেন শাহীনও। মঙ্গলবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা একজনের মাথায় এবং অন্যজনের গলায় গুলি করে হত্যা করে। পরদিন সকালে স্থানীয়রা দুই মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

গ্রীস ছাত্রলীগের সভাপতি জায়েদ খান জানিয়েছেন, দু’টি কন্টেইনারে ডাকাতির প্রস্তুতি নেয় দুর্বৃত্তরা। এ সময় মমিন ও শাহীন বাঁধা দিলে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এনিয়ে পুলিশ তদন্তে নেমেছে এবং মরদেহগুলো বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলমান বলেও জানিয়েছেন তিনি।
এছাড়া আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ডাকাতির সাথে কারা জড়িত তা তদন্ত করছে গ্রীস পুলিশ।

এদিকে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। তাদের পারিবারিক সূত্রে জানা গেছে, তারা বাড়িতে টাকা পাঠানোর জন্য টাকা জমা করেছিল। তাদেরকে খুন করে তাদের টাকা পয়সা লুট করেছে ডাকাতদল।

[১] [২] [৩]