সব
স্বদেশ বিদেশ ডট কম
ইংল্যান্ডের ডনকাস্টারে নিজেদের পোষা কুকুরের আক্রমনে ১২দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুর প্রতি যতেœ অবহেলার কারনে বাবা-মাকে আটক করে পুলিশ। উভয়ই জামিনে বের হয়ে আসলেও তারা নিজেদের অপরাধী মনে করছেন।
শিশু পুত্রকে হারিয়ে নিজেদের ফেইসবুকে ১১দিন বয়সী শিশুর ছবি প্রকাশ করে বেদনার কথা তুলে ধরেছেন তারা।
পুলিশ জানায় রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে খবর পেয়ে দ্রুত সেখানে ইর্মাজেন্সি সার্ভিস পৌছায়। দক্ষিন ইয়র্কশায়ার পুলিশ জানায় কুকুরটি শিশুকে কামড় দেয়ায় সে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নেয়া হলেও তার মৃত্যু হয়।
দায়িত্বে অবহেলার কারনে ৩৫ বছর বয়সী পুরুষ ও ২৭ বছর বয়সী মহিলাকে আটক করে পুলিশ। দ্যা সান জানিয়েছে তাদের আরো তিনজন সন্তান রয়েছে।
প্রতিবেশিরা জানিয়েছেন আক্রমনকারী কুকুরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। কুকুরটি খুবই শক্তিশালী। ভ্যানে তুলতে পুলিশকে বেগ পেতে হয়েছে।
Developed by: Helpline : +88 01712 88 65 03