৩৪তম ফোবানা সম্মেলন ২৮ ও ২৯ নভেম্বর ভার্চুয়াল পদ্ধতিতে

এবছর অপ্রত্যাশিত করোনা ভাইরাসের মহামারির কারনে এবছর ৩৪তম ফোবানা সম্মেলনটি সেপ্টেম্বরের লেবার ডে’ উইক এন্ডে অনুষ্ঠিত না হয়ে অবশেষে ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে নভেম্বরের ২৮ ও ২৯ তারিখে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ফোবানা নির্বাহী কমিটির চেয়ারম্যান শাহ হালিম ও নির্বাহী সচিব ডঃ আহসান চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর জানানো হয়েছে।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “ফোবানা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৮ নভেম্বর, ২০২০, শনিবার ও ২৯ নভেম্বর, ২০২০ রোববার এই দুই দিনব্যাপী ফোবানার অন্যতম প্রধান বাৎসরিক অনুষ্ঠান ৩৪তম ফোবানা সম্মেলন ২০২০ ভার্চ্যুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আয়োজক কমিটি ‘বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস (বান্ট ) করোনার মহামারীর কারণে এবারের সম্মেলন আয়োজনে অপারগতা প্রকাশ ও স্থগিত ঘোষণা করার পরিপ্রেক্ষিতে ফোবানা কেন্দ্রীয় কমিটি ভার্চুয়াল পদ্ধতিতে এবছরের এই সম্মেলন আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা, ব্যবস্থাপনা এবং তত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোবানার প্রথম ভার্চ্যুয়াল সম্মেলন।“

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আয়োজিত এই মহাসম্মেলনের মধ্যে দিয়ে আমাদের সাংকৃতিক ঐতিহ্য, ইতিহাস এবং মূল্যবোধ অন্তরে ধারণ করে আমাদের নতুন প্রজন্মকে এই ধারাবহিকতায় সম্পৃক্তকরণ ও অনুপ্রাণিত করাই ফোবানার প্রত্যয়ী পথচলার অন্যতম অঙ্গীকার। আমরা আপনাদের সবাইকে এই সম্মেলনে যোগদান করার জন্য আন্তরিকভাৰ আমন্ত্রণ জানাচ্ছি।“

বিজ্ঞপ্তিতে সকল বাংলদেশী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের এই সম্মেলনে যোগদান করতে এক শত ডলার রেজিষ্ট্রেশন ফি জমা দিয়ে সকলের অংশগ্রহণ নিশ্চিতকরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে ধারণকৃত ১০ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি ভিডিওচিত্র পাঠানোর অনুরোধ জানানো হয়েছে, যা সম্মেলনের সাংস্কৃতিক পর্বে অত্যন্ত যত্নসহকারে দেশ প্রেমের অঙ্গীকারে প্রদর্শন করা হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠানসংক্রান্ত যে কোন বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য ফোবানার সাংস্কৃতিক উপকমিটির চেয়ারম্যান, আবীর আলমগীরের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে ওই যুক্ত বিজ্ঞপ্তিতে। সাংস্কৃতিক উপকমিটির সাথে যোগাযোগ করতে ফোনঃ ৩৪৭-৭২৪-৯৫১৮ (347-724-9518) এবং ইমেইলঃ abir_ny@hotmail.com।

এছাড়া সম্মেলনে যথারীতি ফোবানার বাৎসরিক সাধারণ সভা (AGM ) অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর, রোববার। এছাড়া ফোবানা সম্মেলন ২০২০-এর বিস্তারিত তথ্য খুব শিগগিরই প্রকাশ করা হবে সংগঠনের নির্ধারিত www.fobanaonline.com ওয়েবসাইটে।

ফোবানা নির্বাহী কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সচিব সম্মেলনের এই ভার্চুয়াল আয়োজনটিকে সার্বিকভাবে সফল করে তোলার জন্যে সকল প্রবাসী বাংলাদেশির সহযোগিতা কামনা করেছেন।

এছাড়া যে কোন পরামর্শ প্রদানে কিংবা তথ্য জানতে শাহ হালিম ২৮১ ৭৪৮ ৯৮৮০ অথবা আহসান চৌধুরীর ৫১২ ৪১৩ ৯১৯৩ ফোনে যোগাযোগ করার জন্যে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

[১] [২] [৩]