দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন দাবি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ৩:২০ অপরাহ্ণ

দুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটির দাবি জানিয়েছেন ঢাকা জেলা জাতীয় হিন্দু মহাজোটের নেতারা। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানান তারা।

বক্তারা বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। দুর্গাপূজায় ৫ দিনের আনুষ্ঠানিকতা থাকলেও সরকারিভাবে ছুটি মাত্র একদিন। ফলে কারও পক্ষে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা সম্ভব হয় না। তাই দুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটি আমাদের প্রাণের দাবি। এবারের পূজা থেকেই তিনদিনের ছুটি কার্যকরের দাবি করছি।

হিন্দু মহাজোটের ঢাকা জেলা সভাপতি অ্যাডভোকেট উজ্জল কুমারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোপাল পাল, যুগ্ম সাধারণ সম্পাদক তপন বর্মণ, সাংগঠনিক সম্পাদক সুজন সরকার, দপ্তর সম্পাদক সুমন কর্মকার প্রমুখ।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...