টেক্সাসে বিমান দুর্ঘটনায় ৪ যাত্রী নিহত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে জরুরি অবতরণ করার সময় একটি বিমানের চার যাত্রী নিহত হয়েছেন। যান্ত্রিক ত্রুটির কারণে গন্তব্যের আগে অবতরণ করার চেষ্টা করছিল ওই বিমান। রোববার রাতে এই দুর্ঘটনা ঘটে।

টেক্সাসের স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে হিলটপ লেকস এয়ারপোর্টে ওই বিমান দুর্ঘটনার কবলে পড়ে। বিমানে দুই নারী ও দুজন পুরুষ যাত্রী ছিলেন। তাদের প্রত্যেকেরই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

বিমানটি অস্টিন থেকে লুইসিয়ানায় যাচ্ছিল। মাঝপথে এই দুর্ঘটনা ঘটে। এটা ঠিক কোন ধরনের বিমান ছিল, তা এখনও জানা যায়নি। ঘটনার সঙ্গে সঙ্গে ছুটে যায় উদ্ধারকারী দল।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...