এনআরবি গ্লোবাল’র ভার্চুয়াল শপথ ২৭ সেপ্টেম্বর

‘দেশ ও প্রবাসে সেতুবন্ধন’র স্লোগানে গঠিত ‘এনআরবি গ্লোবাল’র কর্মকর্তাগণের শপথ অনুষ্ঠান হবে ২৭ সেপ্টেম্বর রোববার নিউইয়র্ক সময় বেলা ১২টায়।

অনাবাসিক বাংলাদেশীদের সামগ্রিক কল্যাণের সংকল্পে প্রতিষ্ঠিত এই সংগঠনের কর্মকর্তারা হলেন : তারিক বাবু-প্রেসিডেন্ট (লসএঞ্জেলেস), আতাউল খান-ভাইস প্রেসিডেন্ট (হলিউড), মোহাম্মদ দিদার-জেনারেল সেক্রেটারি (নিউজার্সি), নাসির আহমেদ-অর্থ সম্পাদক টেক্সাস), এটর্নী এহসানুর রহমান-আইন বিষয়ক সম্পাদক(নিউইয়র্ক), সাঞ্জিদা হক-নারী ও স্বদেশ সম্পর্কিত সেক্রেটারি (ঢাকা) এবং সুরাইয়া মুন্নি-প্রেস এ্যান্ড পাবলিক রিলেশন্স সেক্রেটারি (বাংলাদেশ)।

ভার্চুয়ালে অনুষ্ঠিত এ শপথ অনুষ্ঠানে সকল প্রবাসীকে অংশ নিয়ে বিদ্যমান সমস্যার সমাধান এবং বাংলাদেশের কল্যাণে কীভাবে সহযোগিতা করা যায়-তা নিয়ে আলোচনা করা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অর্থাৎ সারাবিশ্বের প্রবাসীদের এক পতাকাতলে জড়ো করতে নির্ভরযোগ্য একটি প্ল্যাটফরমে পরিণত হতে চায় ‘এনআরবি গ্লোবাল’।

[১] [২] [৩]