সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০, ৯:২৮ অপরাহ্ণ

সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও ২ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে সিলেটে জেলায় একজন ও অন্যজন সুনামগঞ্জ জেলায়। শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩৩ জন রোগী। যার মধ্যে সিলেট জেলায় ২৫ জন, হবিগঞ্জে ৫ জন মৌলভীবাজারে ২ জন করোনা রোগী শনাক্ত হন। এদিন বিভাগের আরেক জেলা সুনামগঞ্জে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ জন।

এদিকে, সিলেটে বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৬৩ জন রোগীর মধ্যে সিলেটে সর্বাধিক ৩৬ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। আর মৌলভীবাজার জেলায় সুস্থ হয়েছেন ১০ জন। এছাড়া করোনাকে জয় করে সুনামগঞ্জে বাড়ি ফিরেছেন ১ জন। এদিন হবিগঞ্জে করোনা আক্রান্ত ১০ জন রোগী সুস্থ হয়ে উঠেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেট বিভাগে শনাক্ত হওয়া মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৪৮২ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ৭৫৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩০৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৩৬ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বর্তমানে সিলেটের চার জেলায় মোট ৭৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৫১ জন সিলেটের, ৭ জন সুনামগঞ্জের, মৌলভীবাজার জেলার ৯ জন ও হবিগঞ্জের ৯ জন রয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১০ হাজার ১৩৯ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২১৪ জন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh