মাহবুবে আলমের জানাজা সম্পন্ন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০, ১২:২৪ অপরাহ্ণ

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১১টা ৩৫ মিনিটে তার জানাজা হয়।

সুপ্রিম কোর্ট মসজিদের পেশ ইমাম আবু সালেহ মো. সলিম উল্লাহ জানাজায় ইমামতি করেন। এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে মাহবুবে আলমের মরদেহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নেওয়া হয়।

জানাজায় অংশ নেন—প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ও হাইকোর্টের বিচারপতিরা। এছাড়া আইনমন্ত্রী আনিসুল হক, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, পুলিশ মহাপরিদর্শক, ঢাকার পুলিশ কমিশনার অ্যাটর্নি জেনারেলের জানাজায় অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন আইনজীবীরা। জানাজা শেষে মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সুপ্রিম কোর্ট চত্বরে রাখা হয়েছে।

পরিবারের সদস‌্যরা জানিয়েছেন, শ্রদ্ধা জ্ঞাপন শেষে মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

মাহবুবে আলম করোনা আক্রান্ত হয়ে রোববার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রীসহ বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...