বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে হাউজহোল্ড মিক্সিং নিষিদ্ধ

প্রবাস ডেস্ক,

  • প্রকাশিত: ৪ অক্টোবর ২০২০, ১২:৪৮ পূর্বাহ্ণ

করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ায় লন্ডনের প্রথম কাউন্সিল হিসেবে টাওয়ার হ্যামলেটসে (হাউজহোল্ড মিক্সিং) পরিবারের বাইরের কারো সাথে দেখা স্বাক্ষাত নিষিদ্ধ করা হয়েছে। ফলে আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশিদের কেউ একে অন্যের ঘরে যাওয়া কিংবা পার্টি নিষিদ্ধ করা হয়েছে। এর আগেই প্রধানমন্ত্রী বরিস জনসন ইংল্যান্ডে ঘরে কিংবা বাইরে ৬ জনের বেশি মেলা মেশা নিষিদ্ধ করা করেছিলেন।

কিন্তু লন্ডনের মধ্যে টাওয়ার হ্যামলেটস বারায় করোনার সংক্রমন গত সপ্তাহ থেকে বৃদ্ধি পেতে থাকায় বারার নির্বাহী মেয়র জন বিগস এক বিবৃতিতে হাউজহোল্ড মিক্সিং নিষিদ্ধ করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, একান্ত জরুরী প্রয়োজন ছাড়া কেউ যেন একে অন্যের সাথে দেখা স্বাক্ষাৎ না করেন। করোনার সংক্রমন বন্ধ করতে সকলের দায়িত্ব রয়েছে। তিনি বারার বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন।

টাওয়ার হ্যামলেটস এখন লন্ডনের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত এলাকায়। গত ৭ দিনে ১৪৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। আর বর্তমানে প্রতি ১০০ হাজারের ৪৪ জন আক্রান্ত। এর আগে ছিলো ৩৮.৫ জন।

এদিকে গ্রেটার লন্ডনে গত ২৩ সেপ্টেম্বর থেকে আক্রান্ত হয়েছেন ২৯৩৫ জন। এর আগের সপ্তাহে ছিলো ১৯২২ জন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...