সৌদি এয়ারলাইন্সে টিকিটের টোকেন দেয়া শুরু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ অক্টোবর ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ণ

সৌদি আরবে যাওয়ার প্লেনের টিকিট বিক্রির জন্য টোকেন দেয়া শুরু করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। কয়েকদিন বন্ধের পর রোববার সকালে আবারো এই কার্যক্রম শুরু হয়।

সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানায়, সৌদি থেকে লকডাউনের আগে যারা রিটার্ন টিকিট নিয়ে দেশে ফিরেছিলেন শুধু তাদেরই টোকেন দেয়া হবে। টোকেন অনুযায়ী নির্ধারিত তারিখে তারা টিকিট কিনতে পারবেন।

সর্বশেষ ১ অক্টোবর ৩০০১ থেকে ৩৩০০ টোকেনধারীদের টিকেট দেয়া হয়। এরপর ২ ও তারিখ তারা কোনো টোকেন ইস্যু করেনি।

দেশে ফিরে আটকেপড়া প্রবাসীদের ফেরাতে ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে সাউদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে উভয় এয়ারলাইন্স। এছাড়াও বিমান প্রবাসীদের ফেরাতে সৌদির তিন শহরে ১২টি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।

প্রসঙ্গত, করোনার কারণে দেশে এসে আটকেপড়া সৌদি প্রবাসীরা কয়েক দিন ধরেই বিমানের টিকিটের জন্য রাজধানীতে জড়ো হয়েছেন। এরমধ্যে বিক্ষোভের ঘটনাও ঘটেছে। পরে ৩০ সেপ্টেম্বর থেকে টিকিট দেয়া শুরু করে সৌদি এয়ারলাইন্স। তবে যারা রিটার্ন টিকিট নিয়ে দেশে ফিরেছিলেন শুধু তাদেরকেই টিকিট দেয়া হচ্ছে। একইসঙ্গে নিয়োগকর্তার অনুমতিপত্রও দেখাতে হবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...