ডিএসইর সাড়ে ২৭ কোটি টাকা রাজস্ব আদায়

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ অক্টোবর ২০২০, ১২:১১ অপরাহ্ণ

সেপ্টেম্বর মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রাজস্ব আদায় হয়েছে ২৭ কোটি ৪৯ লাখ টাকা। এর আগের মাসে যার পরিমাণ ছিল ২৪ কোটি ৬২ লাখ টাকা। অর্থাৎ মাসের ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে ২ কোটি ৮৭ লাখ টাকা বা ১২ শতাংশ।

ডিএসইর তথ্যমতে, সেপ্টেম্বরে ডিএসইতে কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ২২ কোটি ২৬ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয়েছে ৫ কোটি ২৩ লাখ টাকা। এ হিসাবে সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায় হয়েছে ২৭ কোটি ৪৯ লাখ টাকা।

অন্যদিকে, আগস্টে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ১৮ কোটি ৬২ লাখ টাকা রাজস্ব আদায় হয়। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয় ৬ কোটি টাকা। এ হিসাবে আগস্টে রাজস্ব আদায় হয় ২৪ কোটি ৬২ লাখ টাকা।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...