সুইডেনের লুন্দ বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন করছে

সুইডেনের প্রাচীন বিদ্যাপীঠ লুন্দ বিশ্ববিদ্যালয় জন্মশতবর্ষে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছে| জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে তেসরা ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের সুইডিশ দক্ষিণ এশীয় বিদ্যা নেটওয়ার্ক (Swedish South Asian Studies Network – SASNET) ’শেখ মুজিব: উপনিবেশ উত্তর মুক্তির প্রতিমূর্তি’ (“Sheikh Mujib: Icon of postcolonial liberation” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে| সেমিনারটি সাসনেটের সেমিনার হলে অনুষ্ঠিত হলেও দেশ বিদেশ থেকে অনলাইনে যোগ দেবার সুযোগ থাকবে| সেমিনারটি শুরু হবে তেসরা ডিসেম্বর বৃহস্পতিবার সুইডিশ সময় আপরাহ্ন তিনটায়|

সেমিনারে অন্যান্যদের মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা এপিক মনোলগ ’আমি শেখ মুজিব’ (I am Sheikh Mujib) গ্রন্থের লেখক আনিসুর রহমান এবং বইটির সুইডিশ অনুবাদক কবি ক্রিস্টিয়ান কার্লসনকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে|

সেমিনারে বইটির ইংরেজি এবং সুইডিশ সংস্করণের উপর আলোকপাত করা হবে| বইটির ইংরেজি সংস্করণ ইউরোপ এবং আমেরিকা থেকে একযোগে প্রকাশের পথে| সুইডেনের নামকরা প্রকাশনা প্রতিষ্ঠান স্মক্কাডল (Smockadoll) থেকে এপিক মনোলগটির সুইডিশ সংস্করণ প্রকাশিত হয় গতবছর| এই সংস্করণে প্রচ্ছদে ব্যবহৃত বঙ্গবন্ধুর প্রতিকৃতি এঁকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডীন চিত্রশিল্পী নিসার হোসেন| এপিক মনোলগটির মূল বাংলা ভাষ্য আর্টস বিডিনিউজটুয়েন্টিফোর ২0১৬ সালে প্রথম প্রকাশ করে| বাংলাদেশের অনন্যা প্রকাশনী পরে এটি বই আকারে প্রকাশ করে| ইতোমধ্যে এপিক মনোলগটি কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে, নাট্যকলার পাঠ্যসূচিত অন্তর্ভুক্ত হয়েছে, মঞ্চায়িত হয়েছে|

এপিক মনোলগটির লেখক, ১৯৭৮ সালে টাঙ্গাইলের মধুপুরের দিগরবাইদ গ্রামে জন্ম নেয়া আনিসুর পড়ালেখা করেছেন ঢাকা ও স্টকহোম বিশ্ববিদ্যালয়ে ভাষা, সাহিত্য, ইতিহাস, চলচ্চিত্র, নাটক ও সুইডেনের দূরদর্শন সংস্কৃতি নিয়ে। আনিসুরের লেখা ইংরেজি, সুইডিশ, নরওয়েজিয়ান, ড্যানিশ, স্প্যানিশ, জর্জিয়ান, সার্বিয়ান, তুর্কি , আর্মেনিয়, ফার্সিসহ নানা ভাষায় অনূদিত ও সমাদৃত হয়েছে।

সুইডিশ অনুবাদক ক্রিস্টিয়ান আন্তর্জাতিক সাহিত্য পরিমণ্ডলে পরিচিত একটি নাম| তিনি একাধারে কবি, সম্পাদক, প্রকাশক এবং অনুবাদক| তিনি রবীন্রনাথের নির্বাচিত সাহিত্যকর্মের অনুবাদের জন্যে সমাদৃত|

[১] [২] [৩]