২৫ বছর ধরে একই নম্বরের লটারির টিকিট কেটে ঘুরল ভাগ্যের চাকা!

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০, ১:১০ অপরাহ্ণ

দীর্ঘ ২৫ বছর ধরে একই নম্বরের লটারির টিকিট কেটে যাচ্ছিল এক দম্পতি। তাদের বিশ্বাস ছিল, কোটি টাকার জ্যাকপট একদিন তাদের হাতে ধরা পড়বেই। অবশেষে হলোও তাই।

ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ডে। খবর আইরিশ টাইমস।

দীর্ঘ ২৫ বছর পর তাদের ভাগ্যের চাকা ঘুরল। মিলল ৫৩ লাখ ৯৫ হাজার ৭৯৮ ইউরো বা ৪৭ কোটি টাকা।
আয়ারল্যান্ডের কিলকেনির ওই পরিবারের প্রধান ঠিক করেন, একই নম্বরের লটারির টিকিট কাটতে থাকবেন। বিশ্বাস ছিল– একদিন না একদিন এই নম্বরে বড় কোনও পুরস্কার মিলবেই মিলবে।

এই লটারি অভিযানে তিনি পরিবারের সবাইকে শামিল করে নেন। পরিবারের সবাই পালা করে ওই একই নম্বরের লটারির টিকিট কেটে চলেন বছরের পর বছর। আর সেটি চলে ২৫ বছর ধরে। এবার সেই সবুরে মেওয়া ফলল।

ওই পরিবার সম্প্রতি সেই প্রিয় নম্বরে ভরসা রেখেই জ্যাকপট জিতেছেন, যার পরিমাণ প্রায় ৪৭ কোটি টাকা।

পরিবারের প্রধান জানিয়েছেন, এতদিন তারা বেশ আর্থিক সমস্যায় ছিলেন। লটারিতে কোটি কোটি টাকা পেলেও এখন কোনও বিলাসিতা নয়, ঋণ শোধ করতে হবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...