ইন্টারনেট বন্ধের কর্মসূচি স্থগিত

তথ্য ও প্রযুক্তি ডেস্ক,

  • প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০, ৭:৪০ অপরাহ্ণ

ইন্টারনেট ও ডিশ সেবা বন্ধের রোববারের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেট ও ক্যাবল টিভি সেবাদাতাদের সংগঠন। তবে কর্মসূচি কতদিনের জন্য স্থগিত করা হয়েছে সে ব্যাপারে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

শনিবার সন্ধ্যায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে জরুরি বৈঠক শেষে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সিওএবি) নেতৃবৃন্দ কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন।

এসময় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও কেবল টিভি অপারেটরদের ধমর্ঘটে না যাওয়ার আহ্বান জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ঝুলন্ত তার অপসারণ সমস্যার যৌক্তিক সমাধানে সাতদিন সময় চেয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh