শ জ স রুমি হক-এর দুটি কবিতা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ৯:০৯ পূর্বাহ্ণ

কথোপকথন

সূর্য কহে হাসিয়া, চন্দ্র কে,
“আমি ছাড়া তুমি কেহ নহে”
চন্দ্র বলে,
“রাত্রি বেলা আমার গা-ই তো তোমার তাপ সহে। এর পর ও বলছো, তুমি ছাড়া আমি কেহ নহে?”

সূর্য ভাবিয়া কহিল,
“তাহা হলে হে চন্দ্র, আমি তোমার কাছে ঋণী!”
চন্দ্র তখন হাসিয়া কহিলো
“তোমার ঊষ্নতায় রাতভর যে থাকি, তাহা হলে ঋনী কে, তুমি না আমি?”

 

অর্জন

রাতের আঁধার তাড়িয়ে বেড়ায়
দিনের আলোয় চোখ ধরে যায়

অথৈ জলে তৃষ্ণায় মরি
ডাঙায় এসে ভয়ে ডুবি

শব্দের সুরে কন্ঠ খুঁজি
নিস্তব্ধতায় সুরধ্বনি।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...