সব
স্পোর্টস ডেস্ক,
করোনার মধ্যে নিজ নিজ দেশে পরিবারের সাথে ছিলেন বাংলাদেশ দলের বিদেশি কোচিং স্টাফের সদস্যরা। শ্রীলঙ্কা সফরের জন্য ক্যাম্পের আগে বাংলাদেশে ফিরেছিলেন। সেই সফর না হওয়ায় আবার ছুটিতে বাংলাদেশ ছেড়েছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো, বোলিং ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুক।
শ্রীলঙ্কা সফর ভেস্তে গেলে রাসেল ডমিঙ্গো-ওটিস গিবসনরা ব্যস্ত হয়ে পড়েন বিসিবি প্রেসিডেন্টস কাপ নিয়ে। কাল প্রেসিডেন্টস কাপের ফাইনাল। তবে তিন বিদেশি কোচ থাকবেন না মাঠে। শুক্রবার রাতেই নিজ নিজ দেশে ফিরে গেছেন ডমিঙ্গো, গিবসন ও রায়ান কুক। টুর্নামেন্ট শেষে ছুটিতে যাবেন বিদেশি আরো কয়েকজন কোচিং স্টাফ।
আগামী মাসেই একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্ট শুরুর সপ্তাহ খানেক আগে অনুশীলনে নামবে দলগুলো। সেখানে বিদেশি কোচদের অধীনেই শুরু হবে তাদের এই অনুশীলন। তবে কোনো কারণে টুর্নামেন্ট পিছিয়ে গেলে কিংবা বাতিল হলে বিদেশি কোচদের ফিরতে আরো বিলম্ব হবে।
Developed by:
Helpline : +88 01712 88 65 03