আজ রোববার মহানবমী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ১১:১৩ পূর্বাহ্ণ

আজ রোববার মহানবমী। আগামীকাল সোমবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। বৃহস্পতিবার ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণ আর অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এবছর করোনা পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত করা হয়েছে পূজা।

শুক্রবার সপ্তমীর দিন সিলেটসহ সারাদেশে বৃষ্টির কারণে নগরীর পূজামন্ডপগুলোয় ভীড় কম ছিলো। গতকাল অষ্টমীতে নগরীর পূজামন্ডপগুলোয় কিছুটা ভীড় দেখা গেছে।
সারাদেশের প্রতিটি পূজামন্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাঁচ দিনের শারদ উৎসব শেষ হবে আগামীকাল বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। এবার করোনা পরিস্থিতির কারণে বিসর্জনে কোনো র‌্যালি হচ্ছে না।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী জানান, করোনা সংক্রমণ পরিস্থিতির কথা বিবেচনা করে অন্য বছরগুলোর মত শোভাযাত্রা হবে না। প্রতিটি ম-প থেকে পৃথকভাবে প্রতিমা নিয়ে বিসর্জন দেওয়া হবে।
মহামারীর কারণে করোনাভাইরাস সংক্রমণ এড়াতে এবছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হচ্ছে।
নির্মল কুমার চ্যাটার্জী বলেন,“করোনা মহামারীর কারণে এবার উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রাখতে হবে বিধায় এবারের দুর্গোৎসবকে ‘দুর্গাপূজা’ হিসেবে অভিহিত করছি।”

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...